শিরোনাম
ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস): ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদার এবং তার স্ত্রী ঝুমুর মজুমদার একজন আয়কর দাতা। ঝুমুর মজুমদারের নামে বিভিন্ন ব্যাংকে প্রায় ১১ কোটি টাকার এফডিআর পাওয়া গিয়েছে।
এছাড়াও তাদের বিপুল পরিমাণ সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে। অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানে রঞ্জিত কুমার তালুকদার এবং তার স্ত্রী ঝুমুর মজুমদারের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদির নথির সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে আদালতের আদেশ একান্ত প্রয়োজন।
আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।