শিরোনাম
লক্ষ্মীপুর, ৪ মার্চ, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামীতে বিএনপি এককভাবে বিজয়ী হয়ে সরকার গঠন করলেও বিভিন্ন দলের সাথে ঐকমত্যের ভিক্তিতে দেশ পরিচালনা করা হবে।
এ্যানী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই যথেষ্ট রাষ্ট্র সংস্কারের কথা উল্লেখ রয়েছে। এই ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনার কথা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে। এই সংস্কারগুলো আমাদের সমাজে খুব বেশি প্রয়োজন। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বলছেন। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিলে দেশ ও জাতি উপকৃত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি আরো বলেন, স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন উর্ধ্বগতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং উন্নয়নমূলক কর্মকান্ডসহ সবকিছু মিলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।
এ্যানী বলেন, পলাতক আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে দেশকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে দেশকে উদ্ধার করে আমাদেরকে নিয়ে আসতে হলে একদিকে যেমন সংস্কার আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি এদেশের একটি জনপ্রিয়, আধুনিক ও এবং মর্ডারেট রাজনৈতিক দল। এই যুগের মডারেট সংগঠন হল বিএনপি।
শহীদ উদ্দিন চৌধুরী আরো বলেন, ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার আমরা তাই সহজভাবে মানুষের মাঝে তুলে ধরি। সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি।
কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।
লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০টি দল অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।