বাসস
  ০৪ মার্চ ২০২৫, ২২:০৮

রামপুরায় বাসের ধাক্কায় মোটর বাইক চালক নিহত 

ঢাকা, ৪ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর মালিবাগ ফ্লাইওভার ব্রিজের ঢালে ভিক্টর ক্লাসিক বাসের ধাক্কায় মোটরবাইক চালক মোহাম্মদ পলাশ মোল্লা (৩৬) নিহত হয়েছেন। পলাশ মোল্লা পেশায় মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ছিলেন। 

আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ রেজাউন শরীফ  জানান, গুরুতর আহত পলাশকে মগবাজার কমিনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে  ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।