বাসস
  ০৫ মার্চ ২০২৫, ১১:৫৭

চাঁদাবাজির মামলায় তারেক রহমানের পিএস অপুকে অব্যাহতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পিএস মিয়া নূরউদ্দিন অপু। ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নূরউদ্দিন অপুকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা চাঁদাবাজির অভিযোগে করা মামলায় অব্যাহতি দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে মঙ্গলবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন তার আইনজীবী অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করতে শুনানি করেন। শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো কোন উপাদান না থাকায় আদালত তাকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন।

মিয়া নূরউদ্দিন অপু ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের একটি আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন।

২০০৭ সালের ৮ মার্চ তারেক রহমান এবং তার পিএস মিয়া নূরউদ্দিন অপুকে আসামি করে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে গুলশান থানায় এ মামলা করা হয়। এরপর ২০২৪ সালের ২৩ অক্টোবর চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে গুলশান থানার এ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের এ রায় বহাল রাখেন।