বাসস
  ০৫ মার্চ ২০২৫, ১৯:২১

পিরোজপুরে তারেক রহমানের পক্ষে এক গৃহহীনকে ঘর প্রদান

পিরোজপুরে তারেক রহমানের পক্ষে এক গৃহহীনকে ঘর প্রদান। ছবি: বাসস

পিরোজপুর, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মঠবাড়িয়া উপজেলার এক গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৃহহীন আব্দুস সাত্তার খানকে এই ঘর হস্তান্তর করা হয়।
 
তারেক রহমানের পক্ষ থেকে এই ঘর তৈরি করে হস্তান্তর করেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।

নতুন ঘর পেয়ে এ পরিবারটি আবেগাপ্লুত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘর প্রদানের পূর্বে গত ১০ বছর ধরে সাত্তার খান পরিবারটি দায়সাড়া খুটির ওপর পলিথিনের ছাপড়া দিয়ে বসবাস করে আসছিলেন। নতুন ঘর পেয়ে তারা অনেক খুশি।

ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা তাহসিন জামান রুমেল, ওহেদুজ্জামান মিল্টন, আসাদুজ্জামান মনির, আবু হানিফ হাওলাদার, ইউপি সদস্য মাহাবুবুর রহমান প্রমুখ।