শিরোনাম
ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম ও তার স্ত্রী নায়লা খানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, মাজহারুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের মালিকানায় বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের বিদেশ গমন রহিতকরণ করে আদেশ জারি করেন। কিন্তু আগেকার আবেদনে অভিযুক্ত ব্যক্তির পাসপোর্ট নম্বর ভুল ছিল। এজন্য সঠিক পাসপোর্ট নম্বর উল্লেখ করে করা এই আবেদনটি মঞ্জুর করে অভিযুক্তের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া প্রয়োজন।