বাসস
  ০৬ মার্চ ২০২৫, ১৬:৪৩

সারাদেশে জাতীয় পাট দিবস উদযাপিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাট দিবস উদযাপিত। ছবি : বাসস

ঢাকা, ৬ মার্চ ২০২৫ (বাসস) : আজ ৬ মার্চ জাতীয় পাট দিবস। বাংলাদশের ‘সোনালী আঁশ’ খ্যাত পাটকে বিশ্বব্যাপি পরিচিত করতে ও পরিবেশ সুরক্ষায় পাটের ভূমিকা বিবেচনা করে ২০১৬ সালে জাতীয়ভাবে এই দিনে দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়। ২০১৭ সাল থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

ঢাকাসহ সারাদেশে আজ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এর মধ্যে রয়েছে  শোভাযাত্রা, আলোচনা সভা, পাটজাত পণ্য প্রদর্শনী, পাট ও পাটজাত পণ্য মেলা ও তাঁতশিল্প মেলা। 

এ উপলক্ষে আজ রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে পাঁচ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ১৫ দিনব্যাপী তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করা হয়। বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীন এ মেলার উদ্বোধন করেন। 

এছাড়াও জাতীয় পাট দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান ও পাট ও পাটজাত পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। 

এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তরের মাগুরা জেলা মুখ্য পরিদর্শকের কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, ‘পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। পরিবেশবান্ধব এ শিল্পের বিকাশে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পলিথিনের অপব্যবহার রোধ করে পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। একযোগে কাজ করলে পাট শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব।’ 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটচাষি মোঃ মতিউর রহমান। এছাড়াও মাগুরা খামারবাড়ি’র উপ-পরিচালক মোঃ ইয়াসিন আলী ও মুখ্য পাট কর্মকর্তা সৈয়দ আলাউদ্দিন বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন কৃষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। আলোচনায় বক্তারা পাটের ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আজ জাতীয় পাট দিবস উদযাপন করা হয়। নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

সভায় বক্তারা বলেন, বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানী করে বাংলাদেশ সর্বোচ্চ পাট রপ্তানীকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানী আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ। দেশের ৪০ লক্ষ জনগোষ্ঠি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট চাষের উপর নির্ভরশীল এবং মোট জনশক্তির এক-তৃতীয়াংশ বিভিন্নভাবে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন কর্মকান্ডে জড়িত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রওশন আলী, পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মহিউদ্দিন আহমেদ, পাট চাষি সিরাজুল ইসলাম, নাটোর জুট মিলস্ এর ব্যবস্থাপনা পরিচালক শ্যাম সুন্দর আগরওয়ালা এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

শেরপুর জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস-২০২৫ উপলক্ষে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, সাংবাদিক জাহিদুল খান সৌরভ, পাটচাষি সামিদুল হক ও মনিরুজ্জামান প্রমুখ।

সভায় বক্তারা পলিথিনের ব্যবহার বন্ধে পাটজাত মোড়কের ব্যবহারে আরও কঠোর হওয়াসহ পাটচাষে কৃষকদের সহযোগিতা বৃদ্ধি ও পাটের মূল্যবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

নড়াইলে আজ যথাযোগ্য আয়োজনে জাতীয় পাট দিবস উদযাপিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস, পাট চাষি কামরুজ্জামান তুহিন, মলয় লস্কর প্রমূখ।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো: মাহবুবুল ইসলাম জানান, পাট চাষ বৃদ্ধিতে চলতি মওসুমে নড়াইল জেলায় ৮হাজার ১৩৪ চাষীকে পণোদনা হিসেবে পাট বীজ ও সার প্রদান করা হবে।

নোয়াখালী জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাট দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক আবদুর রহিম মজুমদার। 

এছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রাম, গাজীপুরসহ  দেশের অন্যান্য  জেলায় জাতীয়  পাট দিবস উদযাপিত হয়েছে।