শিরোনাম
ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. মাছুম (৩০)-কে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-উত্তরা বিভাগ।
বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ির কাজলার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ডিবি-উত্তরা বিভাগের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মাসুমকে গ্রেফতার করে।
এ সময় তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।