বাসস
  ০৬ মার্চ ২০২৫, ২১:০৬

সমাজসেবার অর্থ আত্মসাতের অভিযোগে বিএসএমএমইতে দুদকের অভিযান

ঢাকা, ৬ মার্চ, ২০২৫ (বাসস) : বিএসএমএমইউ-এ অসহায় দুঃস্থ রোগীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে আজ বৃহস্পতিবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে রোগীদের জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট রেকর্ডপত্র, রেজিস্ট্রার বই যাচাই করা হয়। দুদক টিম সেবার মান বৃদ্ধি ও সমাজসেবা কার্যক্রমে আরও স্বচ্ছতা আনয়নে পরামর্শ প্রদান করে যাতে অসহায় দুস্থ রোগীরা কোনো ধরনের ভোগান্তিতে না পরেন। 

এ ছাড়া ‘সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক’-এর ৪০ শতাংশ কাজ অসম্পন্ন রেখেই বিল উত্তোলন করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত পাবনা জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে টিম কর্তৃক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), সিরাজগঞ্জ জেলা কার্যালয় থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পরবর্তীতে সরেজমিনে শিল্প পার্কের কাজ পরিদর্শন করা হয়।