শিরোনাম
ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদ পরিবার এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আহতদের পরিবারের সাথে সাক্ষাত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।
রাজশাহী মহানগরের সাহেব বাজারে ভূবনমোহন পার্কে শুক্রবার সকালে আয়োজিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী।
‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র ও সভাপতি এডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব মামুনুর রশীদ, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
এ ছাড়াও, রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।