বাসস
  ০৭ মার্চ ২০২৫, ১৭:০২

রাজধানীর উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেফতার

ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) ও মাহমুদুল হাসান (২১)।

সিটিটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সিটিটিসি’র একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা দায়ের করা হয়েছে।

সিটিটিসি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য।

গ্রেফতারকৃতদের অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসি’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।