শিরোনাম
ঢাকা, ৭ মার্চ, ২০২৫ (বাসস): রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য মো. এরশাদ মিয়া (৪০) ও মো. রাবিক মিয়া (৩২) কে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি-মতিঝিল বিভাগ।
আজ শুক্রবার সকালে ডিবি মতিঝিল বিভাগের একটি দল শাহজাহানপুর ভূমি অফিসের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারী চক্রের সক্রিয় সদস্য।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।