শিরোনাম
ঢাকা, ৮ মার্চ, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে ব্লাস্ট।
আজ শনিবার ব্লাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে নারীর বিরুদ্ধে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের জন্য জোরালো দাবি জানাচ্ছে ব্লাস্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্লাস্ট নারী বিষয়ক সংস্কার কমিশনের নিকট সুপারিশমালা প্রদান করেছে। প্রদত্ত সুপারিশমালায় বিচারহীনতার সংস্কৃতি ভেঙে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ব্লাস্ট, যেখানে দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা ও সাইবার সহিংসতা প্রতিরোধ বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা নারীদের বিরুদ্ধে মব সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং আমরা সরকার, নাগরিক সমাজ, রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছে দাবি তুলছি তারা সকলে মিলে নারীর অধিকার বিশেষ করে নির্যাতন থেকে মুক্ত থাকার অধিকার যেন নিশ্চিত করে। একইসাথে, ইদানীং বিভিন্ন রাস্তাঘাটে নারীদের উপর যে-রকম আক্রমণ ও হুমকির ঘটনা ঘটছে সেই বিষয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের ঘটনাগুলোতে যারা ভুক্তভোগী তাদের পাশে থাকার জন্যে আমরা সরকারের কাছে দাবি রাখছি।
উল্লেখ্য, নারী ও কন্যা শিশুদের অধিকার রক্ষায় এবং ঘরে-বাইরে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম সমুহে সুরক্ষা নিশ্চিতে সচেতনতার জন্য ব্লাস্ট এর আয়োজনে ঢাকায় বনানীর এরশাদ মাঠে একটি রিক্সা র্যালি ও সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। যেখানে ব্লাস্ট কিশোর-কিশোরী দলের সদস্য, ব্লাস্ট নারী ফুটবল প্লেয়ার এবং মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।