বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৩:৫৯

ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢামেক শিক্ষার্থীদের বিক্ষোভ

ধর্ষকদের ফাঁসির দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। ছবি : বাসস

ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। 

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এ সমাবেশ করেন। এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে অনেক নারীকে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেখা যায়। বিক্ষোভ সমাবেশে অনেক শিক্ষকও শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে অংশ নেন।

এ সময় এক শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রতিবাদ করার আগ পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। আপনারা কোনো দলীয় সরকার নন। এরপরে ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে পারছেন না। প্রতিটি ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামবো।’

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) শিক্ষক অধ্যাপক আব্দুল ওয়াহাব বলেন, ‘আওয়ামী লীগের ছত্রছায়ায় ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। ভোট না দেওয়ার কারণে উলঙ্গ করে ভিডিও বানিয়ে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। যারা ধর্ষণ করে এবং যারা এদের মদদ দেয় তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, দেশে চলমান এসব ধর্ষণের সুরাহা হতে হবে। রাজনৈতিক দলগুলোকেও এ বিষয় সচেতন হতে হবে। তাদের নেতাকর্মীদেরকে সচেতন করতে হবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে, এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে বকশি বাজার সিগন্যাল ঘুরে রাজুতে যান তারা। সেখানে আধাঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।


 

 
Back Download