বাসস
  ০৯ মার্চ ২০২৫, ১৫:১৩
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৮:৩৫

সামিট গ্রুপের ১৯১টি হিসাব অবরুদ্ধ

ঢাকা, ৯ মাচর্, ২০২৫ (বাসস) : সামিট গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঞ্চয়ী, এফডিআর এবং  অন্যান্য ১৯১ টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এসব হিসাবে একচল্লিশ কোটি চুয়াত্তর লক্ষ সাতশত টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন আবেদনে উল্লেখ করেছেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ ঘুষ, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তাদের নামে সঞ্চয়ী, এফডিআর ও অন্যান্য ১৯১টি হিসাবের তথ্য পাওয়া যায়। ওই হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। হিসাবসমূহে বর্ণিত পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। 

যেকোন সময় বর্ণিত অর্থ উত্তোলনপূর্বক বিদেশে পাচার/গোপন করার সমূহ সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত ১৯১ টি হিসাবে জমাকৃত একচল্লিশ কোটি চুয়াত্তর লক্ষ সাতশত টাকা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী অবরুদ্ধ  করা প্রয়োজন।