শিরোনাম
ঢাকা, ৯ মার্চ, ২০২৫ (বাসস) : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ ডাকাতি ও ছিনতাই চক্রের প্রধান মো. বিল্লু মিয়া (৩৫) ও তার তিন সহযোগীকে গতকাল রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
র্যাব-২ সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করতো।
গ্রেফতারকৃতরা হলো- মো. বিল্লু মিয়া (৩৫), আবু জাহের (৩০), আল আমিন ওরফে পাঠা আল আমিন (২০) ও মো. আলমগীর (৩২)।
এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি পাইপ গান, পাঁচ রাউন্ড গুলি, একটি এমটি কার্টিজ, একটি সিএনজি, একটি চাকু, একটি রেঞ্জ, দুইটি প্লায়ার্স, একটি সামুরাই, একটি শাবল, একটি স্ক্রু ড্রাইভার, দুইটি র্যাব-পুলিশ ইউনিফর্ম সদৃশ কালো রঙের জ্যাকেট, দুইটি কালো ক্যাপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।