বাসস
  ০৯ মার্চ ২০২৫, ২২:১২

মুন্না হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ছবি: বাসস

রংপুর, ৯ মার্চ ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড শেষে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ রোববার দুপুরে রিমান্ড শেষে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

এ সময় আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মো. ইফতেখার আলম জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন তদন্তকারী কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান আসামি আফতাব উদ্দিন সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার নির্বাচিত হন তিনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি গা ঢাকা দেন।

গত ৬ মার্চ সাবেক এই সংসদ সদস্যকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।