বাসস
  ০৯ মার্চ ২০২৫, ২২:৪৭

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে: এবি পার্টি

ঢাকা, ৯ মার্চ,২০২৫ (বাসস): আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে জাতীয় ঐক্য কমিশনের উদ্যোগে সকলের ঐকমত্যের প্রতি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গুরুত্ব দিচ্ছে। আমরা চাই নির্বাচন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে জাতি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন আমরা বিভেদ আর বিভাজনের রাজনীতি দেখেছি, আর নয় বিভেদ বিভাজন ভুলে এখন আমাদের ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে অংশ নিতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে।  

রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম" এর প্রেসিডেন্ট এবং ১৯৯০-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত উইলিয়াম বি মাইলামের সাথে মতবিনিময় শেষে এক বিফ্রিংয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

এ সময় ‘রাইট টু ফ্রিডম" এর  নির্বাহী পরিচালক এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোউইচ উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় মতবিনিময় উপলক্ষে এবি পার্টি'র কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ পার্টির সিনিয়র নেতারা তাদের স্বাগত জানান।

মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘রাইট টু ফ্রিডম’ এর প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, ভারতের ক্রমাগত বাংলাদেশ বিদ্বেষী প্রোপাগান্ডা, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে এবি পার্টির অবস্থান, বর্তমান সরকারের সংস্কার প্রস্তাব নিয়ে এবি পার্টির চিন্তা ও গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রপ্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত রাজনৈতিক দলের সাথে এবি পার্টির সম্পর্ক নিয়ে জানতে চান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা প্রতিনিধিদলকে বলেছি- ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়মিত মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। যেটাতে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা গণঅভ্যুত্থানসহ অন্যান্য বিষয়ে যেভাবে পজেটিভ ভূমিকা রেখেছে আগামীতেও সেভাবে আমেরিকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা যেন অব্যাহত রাখে। 

সংবাদ সম্মেলনে মাগুরায় শিশু নির্যাতনের বিষয়ে অবিলম্বে নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বলেন, শুধু নারী নিরাপত্তার বিষয় নয়, নাগরিক নিরপাত্তাকে আমাদের মূল আলোচনায় আনতে হবে।

এসময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, ব্যারিস্টার সানী আব্দুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারাহ নাজ সাত্তার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সদস্য হাজরা মাহজাবিন উপস্থিত ছিলেন।