শিরোনাম
ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছে।
নিহতের নাম মিনারা আক্তার (২০) এবং আহতের নাম সুমাইয়া আক্তার। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশের এলাকা সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথচারীরা দুর্ভোগে পড়েন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরওয়ার বলেন, আজ সকাল ৬টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক মিনারাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।