শিরোনাম
ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস): মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
এর মধ্যে রয়েছে- ৮১০ শতাংশ বাগানবাড়ী, তিন ও চারতলার দুটি বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড ও ৮ তলার বাণিজ্যিক ভবন। এছাড়া তার ৬টি ব্যাংক হিসাবে থাকা ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভুইয়া মুন্নুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭ (১) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদসমূহ বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছে। যা সুষ্ঠু অনুসন্ধান ও প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। বিধায়, অভিযুক্তের স্বার্থ সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত স্থাবর/অস্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে জব্দ ও ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা একান্ত আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে।