বাসস
  ১০ মার্চ ২০২৫, ২১:৪১

জামায়াত কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম

সোমবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে যান যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ। ছবি: জামায়তে ইসলামীর ফেসবুক

ঢাকা, ১০ মার্চ, ২০২৫(বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে দেখা করেছেন ঢাকায় দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং সাবেক উপ-রাষ্ট্রদূত জন ড্যানিলোভিচ। 

আজ সোমবার সাবেক এ দুই কূটনীতিক রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে যান। দলটির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, নির্বাচন, নারীর ক্ষমতায়ন ও মানবাধিকারসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জামায়াত আমীরের সাথে সাবেক কুটনীতিকদের মধ্যে আলোচনা হয়।  এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের উপস্থিত ছিলেন।