বাসস
  ১১ মার্চ ২০২৫, ১৯:১১

সিকদার গ্রুপের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস): ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ও সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মৃত জয়নুল হক সিকদার পরিবারের ১৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের(দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম তথ্যটি জানিয়েছেন।

নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন- জয়নুল হকের স্ত্রী মনোয়ারা সিকদার, ছেলে মমতাজুল হক সিকদার, দিপু হক সিকদার, রন হক সিকদার ও রনের ছেলে শন হক সিকদার, রিক হক সিকদার ও রিকের ছেলে জন হক শিকদার, জয়নুলের মেয়ে লিসা ফাতেমা হক সিকদার, নাসিম সিকদার ও নাসিমার মেয়ে মনিকা খান সিকদার, পারভীন হক সিকদার ও পারভীনের মেয়ে জেফরী খান সিকদার, মেন্ডি খান সিকদার ও পারভীন হকের স্বামী সালাহউদ্দিন খান।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জয়নুল হক সিকদার ও তার পরিবারের সদস্যবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।