শিরোনাম
শাবিপ্রবি (সিলেট), ১১ মার্চ, ২০২৫ (বাসস) : ক্লাস করতে এসে আটক হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী।
আটককৃত ছাত্রলীগ কর্মী নুর মো. বায়েজীদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সক্রিয় কর্মী ও পদপ্রত্যাশী ছিলেন।
আজ মঙ্গলবার বেলা ২টা নাগাদ তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে আটক করে শিক্ষার্থীরা। পরে সহকারী প্রক্টরদের উপস্থিতিতে পুলিশে সোপর্দ করা হয়।
শিক্ষার্থীরা জানান, আটককৃত ছাত্রলীগ কর্মী বিগত জুলাই গণঅভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল। জুলাই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে করে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির সদস্য সচিব হাফিজুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। আটককৃত শিক্ষার্থী আমাদের আন্দোলনে প্রথম দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে আমাদের মৃত্যুর মুখে রেখে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে আন্দোলনকে বিতর্কিত করে। এর প্রেক্ষিতে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আহত হন অনেকে।’
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাকে সোপর্দ করেছি। তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ নেওয়ার আহ্বান জানাই।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘খবর পাওয়ার পর আমাদের টিম হাজির হয়ে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’