বাসস
  ১১ মার্চ ২০২৫, ২২:২৭

 আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : এবি পার্টি

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ পার্টির (এবি পাটি) সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের আইনশৃখলা পরিস্থিতি উন্নয়নের দিকে নজর দিতে হবে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।

আজ মঙ্গলবার এবি পার্টির উদ্যোগে আয়োজিত গণ-ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইফতার মাহফিলে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পতিত ফ্যাসিবাদ সরকার লুটপাটের মাধ্যমে অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমরা আর কোন লুটেরা, চাঁদাবাজ তৈরি হতে দেবো না। এই দেশের মালিক জনগণ। দেশটা কারো পৈত্রিক না। সীমাহীন দুর্নীতির পথ চিরতরে রুদ্ধ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। শেখ পরিবার লুটপাট করে দেশের টাকা পাচার করেছে। তাদের এই লুটের টাকা ফেরত আনতে অন্তর্বর্তী সরকারকে আরও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। 

যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতারে আরও বক্তব্য রাখেন এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কৃষি বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু।