বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৭:৩৪
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৮:৩৮

আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে: জয়নুল আবদিন ফারুক

আজ জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। ছবি: বাসস

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘সংস্কারের নামে আবার আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে, অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।’

তিনি বলেন, বিএনপি এই অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছে, ‘সংস্কার প্রয়োজন, অবশ্যই করবেন। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব হলে দেশের ক্ষতি, আওয়ামী প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা হতে দেওয়া যাবে না।’ 

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সারাদেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

নতুন দল  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা সরকারের কাছে পেশ করেছে উল্লেখ করে সাবেক বিরোধী দলীয় এই চিফ হুইপ বলেন, সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না। কেবল একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিন। যেখানে স্বৈরাচার বিরোধী সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে সরকার গঠন করতে পারে। তারাই পরবর্তীতে সংসদে গিয়ে আলোচনার মাধ্যমে সংস্কার বাস্তবায়ন করবে। 

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন ও গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।