বাসস
  ১২ মার্চ ২০২৫, ১৭:৫৭
আপডেট : ১২ মার্চ ২০২৫, ২১:১২

সন্ত্রাসী রাজনকে গুলিসহ গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

ছবি : ডিএমপি

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : চিহ্নিত মাদক কারবারি ও পেশাদার সন্ত্রাসী মো. শরীফ খান ওরফে রাজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র তেজগাঁও থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে তেজগাঁও থানাধীন পূর্ব তেজতুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে পিস্তলের ছয় রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।        

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় রাজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রাজনের বিরুদ্ধে তেজগাঁও থানা ও শেরে বাংলানগর থানায় মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। 

এ ছাড়াও সে তিনটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।