বাসস
  ১২ মার্চ ২০২৫, ২১:০৪

রিভলভারসহ চিহ্নিত চাঁদাবাজ বিপ্লবকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

রিভলভারসহ চিহ্নিত চাঁদাবাজ বিপ্লবকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। ছবি: ডিএমপি

ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস): ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ রাজধানীর পল্টন থানা এলাকা থেকে রিভলভারসহ একজন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতের নাম মো. নুরুজ্জামান বিপ্লব (৪৪)। গতকাল মঙ্গলবার শান্তিনগর নভেল হাউজের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৩২ বোরের কালো রঙের রিভলভার জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃত নুরুজ্জামান পল্টন থানা এলাকার একজন চিহ্নিত চাঁদাবাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, সে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারকৃত নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।