শিরোনাম
চট্টগ্রাম (দক্ষিণ), ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জন নিহতের ঘটনায় ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে।
শিবির সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান ও সেক্রেটারি ডি. এম. আসহাব উদ্দীন আজ এক যৌথ শোক বার্তায় এই শোক জানান।
শোক বার্তায় শিবির নেতারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হওয়ার সংবাদে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৮ টায় একটি অটো রিক্সাকে পুরবী পরিবহনের যাত্রীবাহী বাস চাপা দিলে দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়।
নিহতরা হলেন, দোহাজারী পৌরসভার জামিরজুরী গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওয়াকার উদ্দিন আদিল (১৩), নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) এবং রিকশাচালক রুহুল আমিন (৪৫)।
ওয়াকার উদ্দীন আদিল ও উম্মে হাবিবা রিজভী সম্পর্কে ভাই-বোন। আহত শিক্ষার্থী হলেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্কুলে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনার ফলে স্কুলে যাওয়াটা তাদের আর হয়ে উঠলো না।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আমরা নিহতদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের এই শোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, যেন তারা আহতদের সুচিকিৎসা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।