শিরোনাম
সাভার, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : সাভারে প্রবাসীকে অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে অপহরণে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার নামা গেন্ডার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরআগে একই স্থান থেকে উদ্ধার করা হয় অপহৃত চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে মনসুর আলমকে।
গ্রেফতারকৃতরা হচ্ছে : মারুফ হোসেন (৩৪) আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা বাসস’কে জানান, অভিযুক্ত লাভলীকে ৯ মাস আগে ধার দেয়া ৬৫ হাজার টাকা আদায় করতে ব্যাংক টাউনে গেলে গত ১২ মার্চ অপহৃত হন দুবাই প্রবাসী মনসুর। এই সময় তার পকেটে থাকা ৭২ হাজার টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা।
আটক থাকা কালে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয় ও মুক্তিপণ হিসেবে নগদ সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয় বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধারসহ জড়িত চক্রের তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা।