শিরোনাম
ঢাকা, ১৫ মার্চ, ২০২৫ (বাসস) : মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশে জাতিসংঘ অফিসের যৌথ আয়োজনে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক দল ও বিভিন্ন কমিশনের মতবিনিময় সভায় এবি পার্টি এ আহ্বান জানিয়েছে।
সভা শেষে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের একথা জানান।
এবি পার্টি’র সাধারণ সম্পাদক জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যে রাষ্ট্রীয় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তা মানবাধিকার দপ্তরের ১১৪ পৃষ্ঠার প্রতিবেদন বিস্তারিত ফুটে উঠেছে।’
তিনি বলেন, এবি পার্টি মনে করে, বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম জাতিসংঘের বিভিন্ন সংস্থায় ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবারের যে সব আত্মীয়রা রাষ্ট্রীয় স্বজনপ্রীতির মাধ্যমে চাকরি পেয়েছে এবং সেগুলোর অপব্যবহার করেছে দেশের জনগণের বিপক্ষে সেগুলো খতিয়ে দেখা দরকার।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অফিস ২-৩ বছর মেয়াদে প্রতিষ্ঠা করা যেতে পারে।’ দিল্লীর চোখ দিয়ে বাংলাদেশকে না দেখবার আহ্বানও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, গণতন্ত্র মঞ্চ ও সিপিবি’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন বলে এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।