শিরোনাম
ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, রাষ্ট্র সংস্কার ব্যতীত নির্বাচন দিলে সেই নির্বাচন ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করবে।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনার পতনের পর নতুনভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুনভাবে সারাদেশে খুন-ধর্ষণ ও চাঁদাবাজি চলছে মারাত্মকভাবে। চলমান উত্তপ্ত পরিস্থিতির মোকাবেলায় ইসলামই একমাত্র সমাধান।’
আজ রোববার বিকেলে মুরাদনগর নুরজাহান হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মাহে রমজানের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের উপজেলা সভাপতি এম এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন, সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মুফতি রাশেদুল ইসলাম, যুব আন্দোলন সভাপতি আ.ম.ম উবায়দুল হক, বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল ভূইয়া, জামায়াত আমীর মাওলানা আ ন ম ইলইয়াস, ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সহ-সভাপতি হাজি আবদুল করিম, যুবনেতা মাওলানা মোহাম্মদ মাহদী হাসান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, মুরাদনগর মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, শায়খুল হাদীস আল্লামা সোলাইমান, মাওলানা নোমান আহমদ।
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিগত ফ্যাসিবাদের আমলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করতে দেশবাসী প্রত্যক্ষ করেছে, খাদিজা, মিতু আর তনুরা, মাদ্রাসা ছাত্রী ইয়াসমিনরা ন্যায় বিচার পায়নি। পতিত সরকার ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আইন পাশ করলেও কোন বিচারই আলোর মুখ দেখেনি। ২৪ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিচার হীনতার সংস্কৃতি দেশবাসী আর দেখতে চায় না।
তিনি বলেন, বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তা বন্ধে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ী করে সংসদে কুরআনী আইন চালুর মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান।