বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৮:৪৬

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কারিগরি শিক্ষা অধিদপ্তরে দুদকের অভিযান। ছবি: দুদক

ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত 'এক্সেলেরেটিং এন্ড স্ট্রেংদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি)' প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি টিম আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

এনফোর্সমেন্ট টিম সরেজমিনে কারিগরি শিক্ষা অধিদপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। অভিযানকালে এএসএসইটি প্রকল্পের ডিপিডি'র কাছ থেকে প্রকল্পের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনা সাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। 

এছাড়া, অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ বরাদ্দ প্রদান করে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-২ থেকে আজ অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম জেলা পরিষদ, ঢাকা কর্তৃক অর্থ বরাদ্দকৃত কেরাণীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া স্কুল পরিদর্শনে যায়।

পরিদর্শনকালে সেখানে কৈবর্তপাড়া নামে কোন স্কুল এবং কোন ধরনের নির্মাণ কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। উল্লেখ্য, জেলা পরিষদ, ঢাকা ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে এই নামের স্কুলটির জন্য দুইবারে মোট ১ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেয়।

প্রাথমিক পর্যালোচনায় উল্লিখিত কার্যক্রমে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ/অপচয় হয়েছে বলে অভিযানকালে টিমের কাছে মনে হয়েছে। অভিযোগের বিষয়টি যাচাইয়ের লক্ষ্যে জেলা পরিষদ বরাবর এ বরাদ্দ সংক্রান্ত নথিপত্র চেয়েছে দুদক টিম।

রেকর্ডপত্র প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।