বাসস
  ১৬ মার্চ ২০২৫, ১৮:৫১

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন

রোববার দুপুরে জয়পুরহাট জেলা শহরের পাঁচুরমোড়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: বাসস

জয়পুরহাট, ১৬ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ রোববার দুপুরে জেলা শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্যসচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবী জানান।