শিরোনাম
ঢাকা, ১৬ মার্চ, ২০২৫ (বাসস): জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনাক সভানেত্রী আফরোজা হেলেন আজ বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ২৫০ জন ছাত্র-জনতাকে দেখতে যান। এ সময় তিনি তাদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
তিনি তাদের খোঁজ-খবর নেন এবং চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে আলাপ করেন।
পুনাকের সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুনাক শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের নানাভাবে সহায়তা প্রদান করে আসছে।