শিরোনাম
ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : র্যাব-৩ এর একটি আভিযানিক দল রাজধানীর শাহবাগ এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর (৫৫) কে গ্রেফতার করেছে।
গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র্যাব। ফরহাদ মাদারীপুর জেলার ডাসা থানার গোপালপুর গ্রামের হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে।
আজ র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার থানাধীন এলাকায় বিদেশ প্রত্যাশী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতো।
তার নামে কালকিনি ও ডাসা থানায় মামলা দায়ের করা হলে সে বিভিন্ন এলাকায় পালিয়ে থাকতে শুরু করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।