বাসস
  ১৭ মার্চ ২০২৫, ১৬:৩১

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি কাজী জিনাত হক

বিচারপতি কাজী জিনাত হক। ফাইল ছবি

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হলেন হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ১৩ মার্চের এক স্মারকে বলা হয়েছে যে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক মহোদয়কে মনোনয়ন প্রদান করেছেন।

বিচারপতি কাজী জিনাত হক সুপ্রিম কোর্ট লিগালের কমিটির পঞ্চম চেয়ারম্যান। জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর কার্যক্রম শুরু হয়েছে ২০১৫ সালে। অসচ্ছল বিচার প্রার্থীদের সরকারি খরচায় আইনি সহায়তা দেয় লিগ্যাল এইড। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৫০৯টি আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।