শিরোনাম
ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস) : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবু শাহাদাৎ মো. শরীফের সম্পদের মধ্যে রয়েছে কুমিল্লার সাড়ে ৫১ শতক জমির উপর নির্মিত রুপায়ণ দেলোয়ার টাওয়ায় নামীয় দু’টি বেইসমেন্ট ও ১৩ তলার বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান। এছাড়া তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাব ও ছয়টি বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে থাকা একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। আবু শাহাদৎ মো. শরীফ তার স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, বিও হিসাবসমূহ এবং তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তা ঠেকাতে আদালতের আদেশের আর্জি পেশ করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।