বাসস
  ১৭ মার্চ ২০২৫, ১৭:১৪

স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৭ মার্চ, ২০২৫ (বাসস): ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আজ দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানা যায়, চিকিৎসা ও ওমরা পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও তার মেয়ে জেরীন করিম। শুনানি শেষে ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দিয়েছে আদালত।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত।