বাসস
  ১৮ মার্চ ২০২৫, ১৯:৫৭
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ২১:২৬

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৫৬ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম, ১৮ মার্চ ২০২৫ (বাসস) : অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি রোধে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের ৫৬জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

আজ মঙ্গলবার বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- শহিদুল আলম প্রকাশ খান সাহেব (৩৮), হানিফ (৫০), জসিম উদ্দিন (৩৫), মো. সালাউদ্দিন (২৮), মো. জুম্মান (১৯), মো. ফাহিম (১৯), হাসান (১৯), ছাবের আহমদ (৩০), ওলফাতুন ইসলাম (১৯), আকিব (২০), সবুজ (২৩), ইফরান (১৯), সাজ্জাদ (২৬), হারুন (৩৬), বিলকিস বেগম (৩২), মোহাম্মদ জাফর (৩৫), শাকিল আহমদ (৩৯), সাজ্জাদ হোসেন (২৮), খোকন (৩৫), আবুল হোসেন (৩৯), শাহজাহান (৪৮), সাগর (২৪), হাফিজুর রহমান টুটুল (২৪), হোসেন উদ্দিন শিপু (২৯), সাইফুল ইসলাম (৩৮), আরিফ (২২), রাসেল (২১), শাহিন (২৯), ইফতাদুল ইসলাম তানিম (৪৫), বশির (৪৫), ফারুক মিয়া (৩৮), সাগর (১৯), রিফাত (১৯), রকিবুল হাসান (২১), রাব্বি আল আহমেদ (২৮), জুম্মন (৩১), ইসমাইল হোসেন প্রকাশ রানা (২৬), রেবেকা সুলতানা রেখা চৌধুরী (২৯), সেলিম (৩৫), তৈহিদুল হক (৩৪)।

এছাড়াও গ্রেপ্তারদের মধ্যে আছেন- আবুল খায়ের (৪৮), সেকান্দর বাদশা হোসেন (৪৭), মনিরুল আলম (২২), তানভীর হোসেন (২৪), ফরহাদ প্রকাশ ফরহাদ (২৫), ইব্রাহীম প্রকাশ লিটন (৩২), সুমন (৩০), বিশেশ্বর চৌধুরী তুর্জয় (৩১), সাজ্জাদ হোসেন (৩১), হাসান মিয়া (৫৩), জসিম প্রকাশ জসীম (২৫), কাউছার হোসেন (২৬), ইসমাইল হোসেন তন্ময় (২১), নাদিম (২৩), শাওন (১৮) ও বোরহান উদ্দিন (২৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৫৬ জনকে গ্রেপ্তার করা রয়েছে। 

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে  বলে জানানো হয়েছে।