শিরোনাম
মাদারীপুর, ১৮ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ এডিপি’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ৩ নং করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরন করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ছয়হাজার শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে এ স্কুল ড্রেস বিতরণ করা হবে। এ কার্যক্রম তিনবছর চলমান থাকবে।