শিরোনাম
ঢাকা, ১৯ মার্চ, ২০২৫ (বাসস) : বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় ১৭ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
কারাদণ্ডের বিরুদ্ধে বাবরের করা আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন।
আদালতে বাবরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২৮ মে বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা হয়। সে মামলার বিচার শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইবুন্যাল বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। সে রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।
সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সে থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন বিএনপির এই নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মামলায় খালাস ও জামিনের পর গত ১৬ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন লুৎফুজ্জামান বাবর।