বাসস
  ২০ মার্চ ২০২৫, ১৭:২৩
আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৮:১৩

মোদির আশ্রয়ে থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ফারুক

বিএনপির চেয়াপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি

ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়াপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘মোদির আশ্রয়ে থেকে হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তাই, সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ থাকবে, আলোচনা ও সমালোচনা দুটোই হবে। তবে আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাবো। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।’ 

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট ‘সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ফারুক আরও বলেন, আশেপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন অথবা বিতাড়িত করে দেন। নির্বাচন বানচাল করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে। আমাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।

অত্যাচারর ধ্বংস অনিবার্য উল্লেখ করে বিএনপি’র চেয়াপারর্সনের এই উপদেষ্টা আরও বলেন, অতীতে যেই শাসক দেশের মানুষের ওপর অবিচার করেছে, তারাই নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, একেবারে ধ্বংস হয়ে গেছে। স্বৈরাচার আওয়ামী লীগ হচ্ছে তার উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল বলেই ছাত্র জনতার আন্দোলনে তার পতন হয়েছে।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ূব আহমেদ শাহিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, অ্যাডভোকেট রফিক সিকদার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সদস্য ইসমাইল হোসেন সিরাজী ও সংগঠনের সহ-সভাপতি শরীফ হোসেন প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।