শিরোনাম
ঢাকা, ২০ মার্চ, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা স্বস্তির নিশ্বাস ফেলছি। এর ভিতরেই কতিপয় ষড়যন্ত্রকারী, আওয়ামী স্বৈরাচারের দোসররা দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে একটি গোষ্ঠী বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মনে রাখা উচিত কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না।
আজ বৃহস্পতিবার এবি পার্টি আয়োজিত চলমান গণ ইফতারের ১৯তম দিনে নেতৃবৃন্দ এসব কথা বলেন ।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে গণ ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ উদ্দিন, পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহাজাহান ব্যাপারী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সহ সম্পাদক মাসুদ জমাদ্দার রানা, ঢাকা মহানগর দক্ষিণের যুব নেতা নুরুজ্জামান উজ্জ্বল বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন ফ্যাসিস্ট হাসিনাকে উদ্দেশ্যে করে বলেন, আপনি টুপ করে আসার স্বপ্ন বাদ দেন। একবার এসেই দেখেন, আপনাকে আপ্যায়ন করার জন্য বাংলার জনগণ প্রস্তুত রয়েছে। ফ্যাসিবাদের যে কোনো ধরনের উত্থানকে জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন,স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা একটা শিক্ষানীতি করতে পারি নাই। একটা জাতি যদি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে তাকে একটা শিক্ষা নীতির আলোকে আসতে হয়। জ্ঞান বিজ্ঞান,ধর্মীয় ও টেকনোলজির সমন্বয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। একজন নাগরিক হিসেবে সবাইকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়, এখান থেকে সব ধরনের উন্নয়ন হয়, এই ট্যাক্সের টাকায় গোটা রাষ্ট্র চলে অথচ এই সরকারি অফিসগুলোতে আপনাদের সাথে ন্যূনতম ভালো ব্যবহার করে না। এইজন্য আমরা এবি পার্টি একদল প্রতিশ্রুতিবদ্ধ যুবককে সাথে নিয়ে জাতিকে পরিবর্তনের মিশনে নেমেছি।