শিরোনাম
ঢাকা, ২০ মার্চ ২০২৫ (বাসস) : ঐক্য ধরে না রাখলে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. বরকত উল্লাহ বুলু। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিলন হলে বৈষম্য বিরোধী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে। এই সময়ে ঐক্য ধরে রাখতে হবে। তা না হলে ফ্যাসিবাদীরা পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও রাষ্ট্র মেরামত ও দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জাতীয় সরকার গঠন করবে।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার গত ১৭ বছর ধরে বিএনপি নেতা-কর্মীদের উপর যে পরিমাণ হত্যা, গুম খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে তা এক দীর্ঘ ইতিহাস। এত ত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগ ও স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বিএমইউ শাখার সাধারণ সম্পাদক ও বিএমইউ এর প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে। দেশবাসী তাকে দেশে ফেরাতে জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ বিশ্বাস করে জননেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র নায়ক।
বৈষম্য বিরোধী ঐক্য পরিষদের সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, দেশবাসী গত ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করে যাচ্ছে। চূড়ান্ত বিজয় এখনো আসেনি। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ যদি ভোট দিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করে জনগণের পছন্দের দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারে সেটাই হবে চূড়ান্ত বিজয়। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় অর্জন করবে এবং জননেতা তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা কামনা করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ঐক্য পরিষদের সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ড্যাবের সহ-সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, বৈষম্য বিরোধী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মওদুদুল হক, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, বিএমইউ শাখা ড্যাব সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সহযোগী অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদ, এনডিএফ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি সহকারী অধ্যাপক ডা. আতিয়ার রহমান।