বাসস
  ২১ মার্চ ২০২৫, ২০:৩১

আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণশোধ করতে হবে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। ফাইল ছবি

ঢাকা, ২১ মার্চ, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ আজ জাতীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে বলেছেন, শহীদদের রক্তের দায় কোনো অবস্থাতেই ক্ষমা করা যায় না। আওয়ামী লীগের বিচার করেই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। কোন রাজনীতি, কোন অজুহাত বা কোন কূটকৌশলে শহীদদের রক্ত ও জীবনকে বিক্রি করে দিলে ইতিহাস তাদের ক্ষমা করে না। 

তিনি বলেন, রক্তের দায় যারা অস্বীকার করে তাদের শাস্তি ভোগ করতেই হয়। তাই ২৪ এর গণআন্দোলনসহ বিগত বছরগুলোতে যারা হত্যা, গুম, জুলুম ও নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার করতেই হবে এবং আগামীতে যেন কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেজন্য রাষ্ট্র সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন দিতে হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আরিয়ান মুহাম্মদ ইমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমাদ। 

এদিকে আজ শুক্রবার সকালে রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ইতিহাসের নিকৃষ্ট দল আওয়ামী লীগের অপরাধের বিচারের আগে যারাই দলটির পুনর্বাসন চাইবে তাদেরকেই প্রতিহত করা হবে। 

তিনি বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলার মাটিতে রাজনীতির সুযোগ দেয়া হবে না।