বাসস
  ২১ মার্চ ২০২৫, ২১:০৪

আওয়ামী লীগ ইস্যুতে ঐকমত্যে পৌঁছার জন্য অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান এবি পার্টির

শুক্রবার এবি পার্টি সিলেট মহানগর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: বাসস

ঢাকা, ২১ মার্চ, ২০২৫ (বাসস) : এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের ইস্যুতে একটি ঐকমত্যে পৌঁছার জন্য অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। 

শুক্রবার এবি পার্টি সিলেট মহানগর আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। 

দলের সিলেট মহানগর আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে বিকেল ৫ টায় নগরীর একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন এবি পার্টি সিলেট জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।

মজিবুর রহমান মঞ্জু দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এবারের রমজানে প্রমাণ হয়েছে সরকার যদি প্রশ্রয় না দেয়, তাহলে দ্রব্যমূল্য যারা বাড়ায় তারা জনগণের পকেট কাটতে পারে না। সরকার আরো আন্তরিক ও সিরিয়াস হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

তিনি বলেন, আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারবে, তবে তার আগে তারা যাদেরকে নৃশংসভাবে খুন করেছে সেই হাজার হাজার সন্তানহারা মায়েদের কোলে তাদের সন্তানদের ফিরিয়ে দিতে হবে। যাদেরকে পৈশাচিক নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছে তাদের চোখ, হাত, পা ফেরত দিতে হবে। আমাদের লুট করা লক্ষ লক্ষ কোটি টাকা ফেরত আনতে হবে। তিনি আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নির্ধারণের জন্য প্রয়োজনে গণভোট দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুততাবিস উন নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা’র সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আবু সাঈদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকছুদ হোসেন, এবি পার্টির মহানগর সদস্যসচিব রেজাউল করিম শোয়েব, জেলা সদস্যসচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েস, যুবনেতা এম তানজিল হোসেন।