শিরোনাম
ঢাকা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল থেকে গ্রেফতার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণীসহ তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রিমান্ডকৃত অপর দুইজন হলেন- আওয়ামী লীগের কর্মী সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল ২১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেয়।
পরে গতকাল ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।
মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও প্রহসনের বিচার মানি না, মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া আরও উস্কানিমূলক স্লোগান দিয়ে আসামীগণ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকান্ডের গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করে।