শিরোনাম
ঢাকা, ২২ মার্চ ২০২৫ (বাসস): সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সাত সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
রিমান্ডকৃতরা হলেন-মো. আরাফ ইব্রাহীম, মো. জুবায়ের, নিশান, সাকিব হাসান, জাবেদ, আবরার ও মাহফুজুল হাসান।
আজ তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাদের দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় মিছিল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২টা ১৫ মিনিটে ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর গ্রেফতারকৃত আসামিরাসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৪০/১৫০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সদস্য বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে আকস্মিক মিছিল বের। তারা সরকারবিরোধীসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। এসময় পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিরপুর রোড হয়ে মিছিল নিয়ে ধানমন্ডি ক্লাব মাঠের দিকে অগ্রসর হন। এর ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজট এবং পথচারীদের মধ্যে ব্যাপক ভয়ভীতির সৃষ্টি হয়। এরপর মিছিলকারীদেরকে ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।