বাসস
  ২৩ মার্চ ২০২৫, ২৩:৪৪

আমরা বিএনপি পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান

'আমরা বিএনপি পরিবার'-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ফেসবুক

ঢাকা, ২৩ মার্চ, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা-বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এম রশিদুজ্জামান মিল্লাত, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা নুরুল ইসলাম আলমগীর, মোকসেদুল মমিন মিঠুন ও সদস্য নাজমুল হাসান এ সময় বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।