শিরোনাম
ঢাকা, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : গণহত্যাকারীদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিমুখে শহীদি মার্চ (পদযাত্রা) পালন করেছে জুলাই মঞ্চ।
আজ সোমবার দুপুরে শাহবাগ জুলাই মঞ্চ থেকে মার্চটি শুরু হয়। মার্চটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে পৌঁছলে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র সঙ্গে সাক্ষাত হয় এবং উভয় সংগঠন একত্রে সংহতি প্রকাশ করে সম্মিলিত ভাবে মার্চটি সম্পন্ন করে।
জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয়। ২৪ এর গণঅভ্যুত্থানে দল হিসেবে আওয়ামী লীগ ও শৃঙ্খলাবাহিনীর বিবেক বিবর্জিত সদস্যরা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। যার প্রমাণ বাংলাদেশের জনগণের হাতে হাতে রয়েছে। স্পষ্ট প্রমাণ থাকার পরেও তদন্তে ধীরগতি ও গ্রেফতারে অপারগ পরিস্থিতি গণহত্যার বিচারকে অনিশ্চয়তায় দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা ট্রাইব্যুনালের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করি। রাষ্ট্রের নাগরিকদের যারা নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার দেখার অপেক্ষায় বাংলাদেশ।
মঞ্চের অপর প্রতিনিধি থোয়াই চিং মং চাক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের মধ্য থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিচার কাজ শেষ করতে হবে। আওয়ামী লীগ নেতা ও পুলিশ, র্যাব, বিজিবিসহ শৃঙ্খলাবাহিনীর যারা বাংলাদেশে গুম, খুন ও গণহত্যায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
জুলাই মঞ্চের প্রতিনিধি আরিফুল ইসলাম তালুকদার বলেন, আমরা ন্যায় বিচার চাই। ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে এমন কোনো প্রক্রিয়াকে আমরা সমর্থন করি না। ৭ মাসে মাত্র একটি তদন্ত কাজ সম্পন্ন হওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত কাজ শেষ করতে ট্যাইব্যুনালের চ্যালেঞ্জ সমূহ দ্রুত সময়ে দূর করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের মানুষকে অফিসিয়ালি জানাতে হবে। আমরা মনে করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চ বাড়ালে এবং গণশুনানির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করলে বিচার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব হবে।
অপর প্রতিনিধি অর্ণব হুসাইন বলেন, শহীদ পরিবারগুলোকে বিচারের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হচ্ছে। এটা ২৪ এর জুলাই স্পিরিট এর সঙ্গে সাংঘর্ষিক।
বিচারের দীর্ঘসূত্রিতা কাটাতে বিচার কাজে নিয়োজিত সকল পক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।
মঞ্চ প্রতিনিধি রাকিব হোসেন গাজীর সঞ্চালনায় মার্চটিতে আরো বক্তব্য রাখেন জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির তিন প্রতিনিধি নাইম আল ইসলাম, সুরাইয়া আন্তা, তাসমিয়া রহমান প্রমুখ।